বীর মুক্তিযোদ্ধাদের শোক মিছিল
নেপথ্যে কারা ছিলেন রহস্য উন্মোচনের দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক মিছিল করেছেন বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মুক্তিযাদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির ব্যানারে শনিবার শোক মিছিল শেষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধারা জাতির পিতার পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা এবং বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা ছিলেন সে রহস্য উন্মোচনে কমিশন গঠনের দাবি জানান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপুর নেতৃত্বে মিছিলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (বীরপ্রতীক), বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক মোল্লা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান-এর সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, রশিদ মণ্ডল রানা প্রমুখ। পরে তেজগাঁও শাহপন্থীশাহ মাজার মসজিদ ও এতিমখানায় কুরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় ১ হাজার গরিব-দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
