Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শ্রীনগরে ফেমাস হাসপাতালের ফ্রি অক্সিজেন সেবা

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শ্রীনগরে করোনাভাইরাসে আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের জন্য বাড়িতে বসে ফোন করলেই ফেমাস জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন ও স্বাস্থ্যসেবা প্রদানের উদ্বোধন করা হয়েছে। শনিবার ফেমাস জেনারেল হাসপাতালে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।

ফেমাস জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রেজাউল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। সমাজসেবক মো. তাজুল ইসলাম, মো. ইয়ানুছ, এটিও মো. নাসির উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম খাঁন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম