Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আইইউবিতে শোক দিবসের আলোচনা

বঙ্গবন্ধুকে অধ্যয়নের বিকল্প নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সমৃদ্ধশালী সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার ক্ষেত্রে আগামীতে নেতৃত্ব দিতে হবে বর্তমান প্রজন্মকে। এজন্য তাদের বঙ্গবন্ধুর জীবন ও দর্শন সম্পর্কে সম্যকভাবে জানতে হবে। আর এজন্য বঙ্গবন্ধুকে অধ্যয়নের বিকল্প নেই। বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মকে অধ্যয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশ্ববিদ্যালয়।

শনিবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জাতীয় শোক দিবস ২০২১ : জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক ভার্চুয়ালি আলোচনায় সম্মানিত আলোচক হিসাবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিচ অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ড. ফখরুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। আলোচনায় অংশ নেন আইইউবির গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক ড. ইমতিয়াজ এ হুসাইন, ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগের অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম