অবৈধ আইপি টিভির নামে নিয়োগ বাণিজ্য বন্ধ করুন: ডিইউজে
প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অবৈধ আইপি টিভির নামে সাংবাদিক নিয়োগ বাণিজ্য বন্ধে তথ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইজে)। শুক্রবার সংগঠনের নির্বাহী পরিষদের সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, অনুমোদনহীন আইপি টিভি যত্রতত্র সাংবাদিক নিয়োগের নামে বাণিজ্য চালাচ্ছে-যা সংবাদ মাধ্যম ও সাংবাদিক সমাজ সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দিচ্ছে। সভায় রাজধানীর বিভিন্ন স্থানে সাংবাদিক সংগঠনের নামে চাঁদাবাজি বন্ধের দাবিও জানানো হয়।
সভাপতির বক্তব্যে ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, রাজধানীতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নামে চাঁদাবাজি চলছে। তিনি এদের কঠোর হস্তে দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, আইন অমান্য করে দেশের বিভিন্ন স্থান থেকে আইপি টিভি পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠান সাংবাদিকতার রীতি-নীতি মানছে না। অনেক ক্ষেত্রে গণউৎপাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত প্রচার করে বিভিন্ন সময় বিভ্রান্তি তৈরি করছে। যা গণমাধ্যমের সুষ্ঠু বিকাশের অন্যতম অন্তরায়। আলোচনায় অংশ নেন ডিইউজের সহসভাপতি এমএ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
