কালিয়াকৈরে ছাত্র ও যুবকের লাশ উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকার নদী থেকে শনিবার দুপুরে পুলিশ শাহীন নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে। শাহীন মিয়া (১৬) গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকার সাইদুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, কালিয়াকৈরের ঘাটাখালি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
এদিকে কালিয়াকৈরে তুরাগ নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তুরাগ নদীর ঘাটাখালি নদী থেকে উপজেলার রসুলপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, লাশটি চার থেকে পাঁচ দিন আগে মৃত হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।
