Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

জাতীয় শোক দিবস পালন

১৫০ গরু বিতরণ জিসিসি মেয়র জাহাঙ্গীরের

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, ওয়ার্ড ও থানায় গরু বিতরণ করা হয়েছে। শনিবার গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিসিসি মেয়র জাহাঙ্গীরের নগরীর ছয়দানা বাসভবন প্রাঙ্গণে ১৫০টি গরু বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যয় নির্বাহের জন্য প্রতিটি ওয়ার্ডে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকালে দোয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম মোকসেদ আলম, সহদপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম