শেখ রেহানার জন্মদিন উদযাপন
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দোয়া, মিলাদ, দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন উদযাপন হয়েছে।
দিনটি উপলক্ষ্যে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ওপর এক মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ভিডিওচিত্রের ধারা বর্ণনায় পর্দার আড়ালে থেকে দেশের জন্য একাগ্রচিত্তে কাজ করে যাওয়া শেখ রেহানার জীবন সংগ্রামের কথা তুলে ধরা হয়।
এতে বলা হয়, ‘বাংলাদেশে যে পরিবারের অবদান সবচেয়ে বেশি সেই পরিবারের একজন শেখ রেহানা। বাংলা ও বাঙালির প্রয়োজনে তিনি নির্মোহ একজন।
জাতির পিতার কন্যা তিনি অথচ জীবনটা তার সহজ হয়নি। তিনি দেখিয়েছেন কীভাবে জীবনে সংগ্রাম করে জয়ী হওয়া যায়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দুর্বিষহ জীবন কাটিয়েছেন তবুও হতাশ হননি। রাজনীতি সচেতন শেখ হাসিনা সর্বদা আড়াল থেকেই দিচ্ছেন তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়।’
বিগত দিনে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা গণমাধ্যমে যেসব সাক্ষাৎকার দিয়েছেন, তারও একটি কম্পাইলেশন আওয়ামী লীগের ফেসবুক পেইজে উপস্থাপন করা হয়।
এছাড়া দিনটিতে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ রেহানাকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন।
এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এক কঠিন এবং সংগ্রামী জীবনযাপন করেছিলেন তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
সরাসরি রাজনীতিতে না এলেও বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক অনুপ্রেরণা হয়ে আছেন নির্মোহ এবং জনহিতৈষী এই ব্যক্তিত্ব। এই দিনটিতে তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি।’
শেখ রেহানার জন্মদিনে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান নিজ অফিস কক্ষে কেক কাটেন। পরে তার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সহকারী সচিব মো. রাশেদুল হাসান। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির অতন্দ্র প্রহরী হচ্ছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বঙ্গবন্ধুর দুই কন্যা অতন্দ্র প্রহরীর মতো আমাদের দেশকে রক্ষাকবচ হয়ে রক্ষা করেন। অনুষ্ঠানে তথ্য সচিব মো. মকবুল হোসেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডা. বিদ্যুত বড়য়া, ব্যক্তিগত কর্মকর্তা জাহিদ নাঈম, সামিউল আলম সামীসহ প্রতিমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিনটি উপলক্ষ্যে শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করে আওয়ামী যুবলীগ। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর আয়োজনে রাজধানীর পূর্ব গোড়ান দারুল উলুম মাদ্রাসায় বাদ ফজর কোরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
এরপর মাদ্রাসায় অবস্থান করা এতিম শিক্ষার্থীসহ দুই শতাধিক শিক্ষার্থীর জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়। ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে বাদ জোহর মিরপুর শাহ আলী মাজারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
