Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৪১৬৯ জন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৪১৬৯ জন

চতুর্থ ধাপের ৮৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চার হাজার ১৬৯ জন। প্রতি ইউপিতে গড়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পাঁচ জন।

মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিনে এ সংখ্যক মনোনয়ন প্রত্যাশীর আবেদন জমা পড়েছে।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান যুগান্তরকে এ তথ্য জানান।

তিনি বলেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার হাজার একশ ৬৯ জন এবং টেকনাফ, রায়পুরা ও আটঘরিয়া পৌরসভা নির্বাচনে ১৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর আগে গত শুক্রবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।

আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ইউপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম