Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

অণুগল্প প্রতিযোগিতা পররাষ্ট্র মন্ত্রণালয়ে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে সবার জন্য উন্মুক্ত অণুগল্প প্রতিযোগিতার আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুজিববর্ষ এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশ্বের যে কোনো দেশের নাগরিক যে কোনো ভাষায় অণুগল্প লিখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে অণুগল্প লিখে পাঠাতে হবে। এবারের প্রতিপাদ্য ‘২০৪১-এর বাংলাদেশ : একটি স্বপ্ন ভাবনা’। পঞ্চাশ শব্দের মধ্যে অণুগল্প লিখতে হবে। প্রতিযোগিতায় অংশ নিতে গুগল ফর্মে (লিংক- https://forms.gle/o46KsKPo1YePxrs98) রেজিস্ট্রেশন করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ব্যাপক জনসম্পৃক্ততা সৃষ্টির পাশাপাশি বিদেশিদের কাছেও এ পরিচয় তুলে ধরার লক্ষ্যে সবার জন্য এ প্রতিযোগিতা উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া এবারের ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম