Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রোববার আগারগাঁও পর্যন্ত চলবে দেশের প্রথম মেট্রোরেল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রোববার আগারগাঁও পর্যন্ত চলবে দেশের প্রথম মেট্রোরেল

প্রথমবারের মতো রোববার বেলা ১১টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলবে মেট্রোরেল। তবে মেট্রোরেলের এ অংশে যাত্রী পরিবহণ করা হবে ২০২২ সালের ডিসেম্বরে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক এক ওয়েবিনারে বৃহস্পতিবার এ তথ্য জানান।

ওয়েবিনারে বলা হয়, ২৯ আগস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে উত্তরা দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করে মেট্রোরেল। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলছে। পরীক্ষামূলক চলাচলে যাত্রী পরিবহণ করা হচ্ছে না। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের পর একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ যাত্রী চড়তে পারবে। এ ট্রেন পুরোপুরি বিদ্যুৎচালিত। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল লাইনের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এরমধ্যে প্রায় সাড়ে ১৮ কিলোমিটার উড়ালপথ নির্মিত হয়েছে। এ পথে ১৬টি স্টেশন থাকবে। ইতোমধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশে ছয়টি স্টেশনের কাজ প্রায় শেষ হয়েছে। বাকি স্টেশনগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে আছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রেললাইন ও বিদ্যুৎ ব্যবস্থাও সম্পন্ন হয়েছে। গত নভেম্বর পর্যন্ত প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৭২ শতাংশ। ২০২৪ সালে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেট্রোরেলের এমডি বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে মেট্রোরেল পুলিশ গঠনের কাজ শুরু হয়েছে। মেট্রোরেল চালুর আগেই এ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

মেট্রোরেল বগি উত্তরা দিয়াবাড়ি পরীক্ষামূলক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম