Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ইভ্যালির চেয়ারম্যান ও সিইও’র বিরুদ্ধে ফের মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ইভ্যালির চেয়ারম্যান ও সিইও’র বিরুদ্ধে ফের মামলা

ই-কমার্স প্ল্যাটফরম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ফের আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমির আদালতে মামলাটি করা হয়। ইভ্যালির গ্রাহক তোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১০ জানুয়ারি রাসেল ও শামীমকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ইভ্যালি থেকে বিশেষ ছাড়ে মোটরসাইকেল কেনার জন্য ২৬ ফেব্রুয়ারি ১ লাখ ৪৯ হাজার ৬৩৫ টাকা দেন তোফাজ্জল। অফার অনুযায়ী মোটরসাইকেলটি ৪৫ দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা। অথবা মোটরসাইকেলের দাম বাবদ ২ লাখ ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার কথা। আসামিরা নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর মোটরসাইকেল ডেলিভারি করতে না পারায় ২৮ জুন ২ লাখ ৫০ হাজার টাকার একটি চেক দেন। তবে চেকটি ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়।

মামলা ইভ্যালি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম