Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পূজা উদযাপন পরিষদের সভাপতি ভৌমিক সম্পাদক চন্দ্রনাথ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জেএল ভৌমিককে সভাপতি এবং অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ১১১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২৫ ডিসেম্বর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তারা নির্বাচিত হন। ২৪ ও ২৫ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে পূজা উদযাপন পরিষদের সারা দেশের জেলা/মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন/ওয়ার্ড থেকে কাউন্সিলর ও প্রতিনিধিরা যোগ দেন। কমিটিতে সহসভাপতি পদে ১২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১২ জন এবং কোষাধ্যক্ষ পদে ড. তাপস চন্দ্র পালকে রাখা হয়েছে।

সম্মেলনে নেতারা কল্যাণ ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়ন, ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে ঘোষিত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু কমিশন গঠনসহ একাধিক দাবি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম