বিদেশে বাংলাদেশ দূতাবাস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যথাযোগ্য মর্যাদায় ভাষাশহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর মাধ্যমে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহিদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
ভারতের নয়াদিল্লি : ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সোমবার প্রভাতফেরির মাধ্যমে ভাষাশহিদদের শ্রদ্ধা নিবেদন এবং শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শহিদদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়। প্রভাতফেরিতে হাইকমিশনার মুহাম্মদ ইমরানের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংসদ-সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও মিশনের পরিবারের সদস্যরা অংশ নেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার বক্তব্যে ১৯৫২ সালের ভাষা বীরদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফসল আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে মাতৃভাষার স্বীকৃতি। অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডেপুটি হাইকমিশনার মো. নুরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মন্ত্রী (প্রেস) শাবান মাহমুদ।
ওয়াশিংটন ডিসি : যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বলেছেন, ভাষাশহিদরা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষাশহিদরা শুধু বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেননি, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদেরও সূচনা হয়েছিল তাদের আত্মত্যাগের মাধ্যমে। ‘অমর একুশে’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন। গ্রেটার ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন এলাকার ২৫টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাপানের টোকিও : যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সোমবার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষাশহিদদের স্মরণে দূতাবাসের অস্থায়ী শহিদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকালে অনুষ্ঠানমালা শুরু হয়। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানের পরবর্তী অংশে দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত বাজানোর সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত। এরপর ভাষাশহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ভিয়েতনামের হ্যানয় : শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ বাংলাদেশ দূতাবাস, হ্যানয়, ভিয়েতনামে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় সংগীত, পতাকা অর্ধনমিতকরণ, এক মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী এবং দোয়া, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইসলামাবাদ : বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করেছে। এ উপলক্ষ্যে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, আলোচনা, ভিডিওচিত্র প্রদর্শন ও বিশেষ মোনাজাত করা হয়।
অস্ট্রেলিয়ার ক্যানবেরা : অস্ট্রেলিয়ায় বহু ভাষাভাষীদের অংশগ্রহণে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হয়েছে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানী ক্যানবেরায় প্রভাতফেরিসহ বাংলাদেশ হাইকমিশনের এসব আয়োজনে ক্যানবেরার মন্ত্রী, রাষ্ট্রদূত-কূটনৈতিকসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। গত তিন বছরের মতো এবারও ক্যানবেরার তেলোপিয়া পার্কে মানুকা সার্কিট ও নিউ সাউথ ওয়েলস স্ট্রিটের ক্রসরোডে স্থাপিত অস্থায়ী শহিদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রীলংকার কলম্বো : শ্রীলংকার প্রধানমন্ত্রীর অংশগ্রহণে কলম্বোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন সোমবার স্বাধীনতা চত্বরে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, শিক্ষামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, রাষ্ট্রদূত ও দেশটির বিভিন্ন জেলা থেকে আগত তিন শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে বহুভাষাভাষী বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শ্রীলংকার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এ উদযাপনে হাইকমিশনের সহযোগী ছিল জাতিসংঘের স্থানীয় দপ্তরগুলো ও শ্রীলংকা স্কাউটস অ্যাসোসিয়েশন।
