নবাবগঞ্জ থানার ওসি পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন। অ্যাসোসিয়েশন সূত্র জানায়, পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি পদে ছিলেন সাবেক পুলিশ পরিদর্শক তায়েব হোসেন। তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ায় এ পদটি শূন্য হয়। ২১ ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে পুলিশ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলামকে সিনিয়র সহসভাপতি হিসবে মনোনীত করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মনোনীত হওয়ায় নবাবগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশন, নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।
