স্বাস্থ্য খাত নিয়ে নতুন বই

 যুগান্তর প্রতিবেদন 
০৩ এপ্রিল ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

স্বাস্থ্য খাতের সফলতা-বিফলতা নিয়ে ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’ রচনা করেছে ‘স্বাধীনতার পঞ্চাশ বছর : বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ’ গ্রন্থ। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করা হয়। এই গ্রন্থে দেশি ও প্রবাসী ৯৯ জন জনস্বাস্থ্যবিদ, গবেষক, বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক এবং সাংবাদিক নানা তথ্য তুলে ধরেছেন। যা পড়ে পাঠক দেশের স্বাস্থ্য খাত কতটা এগিয়ে তা জানতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খ্যাতিমান অর্থনীতিবিদ রেহমান সোবহান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) স্বাস্থ্য উপদেষ্টা ডা. জহিরুল ইসলাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ড. মালেকা বানু। সভাপতির দায়িত্বে ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের উপদেষ্টা কমিটির আহ্বায়ক ড. রওনক জাহান।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন