Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ব্লকবাস্টার সিনেমাসে ‘বড্ড ভালোবাসি’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঈদুলফিতর সামনে রেখে ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাচ্ছে রোজ ফিল্মের চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’। সুলতানা রোজ নিপা প্রযোজিত ও জুয়েল ফারসি পরিচালিত চলচ্চিত্রটি মূলত রোমান্টিক ধাঁচের। এটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যাবে। ঈদুলফিতরের দিন থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তর শপিংমল যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে এটি দেখা যাবে। শুক্রবার চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হয়ে গেল। ব্লকবাস্টারে আয়োজিত প্রিমিয়ার শোতে নাট্যকার সাধনা আহমেদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রাক্তন সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি কামাল মো. কিবরিয়া লিপু, চলচ্চিত্রটির পরিচালক জুয়েল ফারসি, অভিনেতা সিদ্দিকুর রহমান এবং ব্লকবাস্টার সিনেমাসের অপারেশন ইনচার্জ এ. এইচ রাজু উপস্থিত ছিলেন। ‘বড্ড ভালোবাসি’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়িকা সুলতানা রোজ, নায়ক শান্ত এবং কলকাতার নায়ক অমিতাভ ভট্টাচার্য। প্রিমিয়ার শোতে নায়িকা সুলতানা রোজ ও চিত্রনায়ক শান্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুলতানা রোজের নায়িকা হয়ে ওঠার গল্পটাই একটা সিনেমা হওয়ার যোগ্য। তাকে নানা চড়াই-উতরাই পেরিয়ে এই অবস্থানে আসতে হয়েছে। অনেক সাধনার পর তার চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। বেশ নান্দনিক ও সময়োপযোগী সিনেমা নির্মিত হয়েছে। সুলতানা রোজ আগামীতে আরও এগিয়ে যাবেন, এটাই সবার প্রত্যাশা।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম