Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সাংবাদিক শিরিন আবু আকলে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক সাংবাদিক শিরিন আবু আকলে হত্যার প্রতিবাদে সভা করেছে বাংলাদেশ যুব মৈত্রী। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে যুব জনতা বিক্ষোভ মিছিল এবং ইসরাইলি পতাকায় অগ্নিসংযোগ করে। সভায় প্রধান অতিথি ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য, যুব মৈত্রীর সাবেক সভাপতি নুর আহমদ বকুল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার ইঙ্গ-মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্রে দশকের পর দশক ধরে ক্রমাগতভাবে ভূমি দখল এবং ফিলিস্তিনি নাগরিক হত্যার সংবাদ যেন বিশ্ববাসী অবগত না হতে পারে সে কারণে সাংবাদিক হত্যার ধারাবাহিকতায় ১১ মে সাংবাদিক শিরিন আবু আকলেকে হত্যা করা হয়। তবে আবু আকলেকে হত্যা করে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত আন্দোলন রুখে দেওয়া যাবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম