অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিএনপি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ মে ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরিমি ব্রুআরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গুলশান-২ নম্বরে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের কার্যালয়ে এ বৈঠক হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে অস্ট্রেলিয়ান হাইকমিশনে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। করোনার কারণে এই হাইকমিশনার সঙ্গে আমাদের সাক্ষাৎ করা হয়নি। আমাদের ডেকেছেন, আমরাও দেখা করতে গিয়েছি।
