Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আজিম উদ্দিন নামে এক রোহিঙ্গা (মাঝি) নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় আরও দুজনকে কুপিয়ে আহত করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ১৮নং ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পর ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এপিবিএনের এসপি শিহাব কায়সার খান যুগান্তরকে জানান, একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে আজিম উদ্দিনকে হত্যা করে। এ সময় তাদের কোপে আরও দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিত করা যায়নি।

এদিকে রোহিঙ্গাদের একটি সূত্রের দাবি, নবী হোসেন ও মাস্টার মুন্না গ্রুপের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে অপর আরেকটি সূত্রের দাবি, আরএসও এবং ইসলামি মাহাসের সন্ত্রাসীরা এ হামলার সঙ্গে জড়িত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম