বিআইসিএমের সেমিনারে বক্তারা
বাজেটে গুরুত্ব পায়নি শেয়ারবাজার
দেশের শিল্প বিকাশে শেয়ারবাজারের বিকল্প নেই। কিন্তু প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। বাজারের অন্যতম স্টেক হোল্ডার, স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে ৭টি প্রস্তাব দেওয়া হলেও মাত্র ১টি প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে। আবার ওই প্রস্তাবেও বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে। বাজারের বিকাশের স্বার্থে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ সীমা বাড়ানোসহ বেশ কিছু সুপারিশ করেছে এ খাতের সংশ্লিষ্টরা। বাজেট নিয়ে মঙ্গলবার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনস্টিটিউট (বিআইসিএম) আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিআইসিএমের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসূর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দিন, বিআইসিএমের রির্সাচ ফেলো সুবর্ণ বড়ুয়া, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্নেহাশীষ বড়ুয়া এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান প্রমুখ। ইউনূসুর রহমান বলেন, এবারের বাজেটে শেয়ারবাজারের প্রতি সরকার মনোযোগ কম দিয়েছে। আমাদের সাতটি প্রস্তাবের একটি আমলে নিয়েছে। যা হলো- তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর ২ দশমিক ৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করেছে। তবে এর মধ্যেও বিভিন্ন শর্ত দিয়েছে। যেমন যেসব কোম্পানির ন্যূনতম ১০ শতাংশ শেয়ার আইপিও’র মাধ্যমে বাজারে এসেছে এবং এক বছরে নগদ লেনদেন ১২ লাখ টাকার বেশি হতে পারবে না। ফলে এ শর্ত পূরণ করে কর সুবিধা নেওয়া কঠিন। আসিফ ইব্রাহিম বলেন, শেয়ারবাজারে কাঠামোগত সংস্কার জোর দিতে হবে। বাজার দীর্ঘমেয়াদে টেকসই করতে সরকারি লাভজনক কোম্পানির তালিকাভুক্তি জরুরি। এছাড়া ব্রোকারেজ হাউজগুলোর লেনদেনে কর কমানোর সুপারিশ করেন তিনি। অধ্যাপক হেলাল বলেন, পুঁজিবাজারে আস্থার সংকট হয় কারসাজি ও সুশাসনের অভাবে।
বাজেটে গুরুত্ব পায়নি শেয়ারবাজার
বিআইসিএমের সেমিনারে বক্তারা
যুগান্তর প্রতিবেদন
২২ জুন ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেশের শিল্প বিকাশে শেয়ারবাজারের বিকল্প নেই। কিন্তু প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। বাজারের অন্যতম স্টেক হোল্ডার, স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে ৭টি প্রস্তাব দেওয়া হলেও মাত্র ১টি প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে। আবার ওই প্রস্তাবেও বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে। বাজারের বিকাশের স্বার্থে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ সীমা বাড়ানোসহ বেশ কিছু সুপারিশ করেছে এ খাতের সংশ্লিষ্টরা। বাজেট নিয়ে মঙ্গলবার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনস্টিটিউট (বিআইসিএম) আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিআইসিএমের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসূর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দিন, বিআইসিএমের রির্সাচ ফেলো সুবর্ণ বড়ুয়া, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্নেহাশীষ বড়ুয়া এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান প্রমুখ। ইউনূসুর রহমান বলেন, এবারের বাজেটে শেয়ারবাজারের প্রতি সরকার মনোযোগ কম দিয়েছে। আমাদের সাতটি প্রস্তাবের একটি আমলে নিয়েছে। যা হলো- তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর ২ দশমিক ৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করেছে। তবে এর মধ্যেও বিভিন্ন শর্ত দিয়েছে। যেমন যেসব কোম্পানির ন্যূনতম ১০ শতাংশ শেয়ার আইপিও’র মাধ্যমে বাজারে এসেছে এবং এক বছরে নগদ লেনদেন ১২ লাখ টাকার বেশি হতে পারবে না। ফলে এ শর্ত পূরণ করে কর সুবিধা নেওয়া কঠিন। আসিফ ইব্রাহিম বলেন, শেয়ারবাজারে কাঠামোগত সংস্কার জোর দিতে হবে। বাজার দীর্ঘমেয়াদে টেকসই করতে সরকারি লাভজনক কোম্পানির তালিকাভুক্তি জরুরি। এছাড়া ব্রোকারেজ হাউজগুলোর লেনদেনে কর কমানোর সুপারিশ করেন তিনি। অধ্যাপক হেলাল বলেন, পুঁজিবাজারে আস্থার সংকট হয় কারসাজি ও সুশাসনের অভাবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023