ভ্যান রিকশা চলাচলের দাবি
গাছায় ব্যবসায়ীদের মানববন্ধন
গাছা (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থানীয় বোর্ডবাজার এলাকায় বুধবার বিকালে শাক-সবজি, কাঁচামাল, মাছ, মুদিসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল ও রোগী পরিবহণের জন্য মহাসড়কে প্যাডেলচালিত ভ্যান, রিকশা চলার দাবিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সভাপতি হাজী আব্দুস সালাম মণ্ডলের নেতৃত্বে এ মানববন্ধনে প্রায় ৩ শতাধিক ব্যবসায়ী অংশ নেন। এতে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বকুল, ব্যবসায়ী মো. শহিদুল্লাহ, মো. রফিজ উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. আসাদুজ্জামান, মো. কামাল হোসেন, মো. আব্দুস সালাম, মো. সেলিম, মো. মোস্তফা, অশিত প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক সরিয়ে দেয়ায় যানজটমুক্ত হয়েছে এ জন্য আমরা ব্যবসায়ী মহল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা সামান্য মালামাল আনতে আমাদেরকে পিকআপ ভ্যান ভাড়া করতে হচ্ছে। এতে আমাদের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে। এতে ব্যবসা ছেড়ে দেয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। আমাদের মালামাল আনা-নেওয়ার জন্য প্যাডেল চালিত ভ্যান/রিকশা মহাসড়কে চলাচলের অনুমতি দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
