Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বন্দরে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বন্দরে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর মাসুমকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গত সোমবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকা থেকে মাসুমকে গ্রেফতার করা হয়। গত ২৫ জুন রাতে কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ধর্ষণের শিকার ভাবি বাদী হয়ে গত সোমবার রাতে দেবর মাসুমকে আসামি করে বন্দর থানায় মামলা করেন। জানা গেছে, ভাই বিদেশ থাকার কারণে মাসুম ভাবিকে প্রায়ই কুপ্রস্তাব দিত। একপর্যায়ে মাসুম ভাবির সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম