এক দিনে ১৭০ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের নিম্নমুখী সংক্রমণ ধারায় এক দিনে সারা দেশে ১৭০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে আরও একজনের। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৬০৯ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩১৫ জনের মৃত্যু রয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে চার হাজার ৮৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয় চার হাজার ৮২৪টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৫২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।
নতুন শনাক্তদের মধ্যে ১০১ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০ জেলায় গত এক দিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। গত এক দিনে রংপুর বিভাগে নতুন কারও আক্রান্ত হওয়ার খবর আসেনি। আর গত এক দিনে যিনি মারা গেছেন, ওই ব্যক্তি ছিলেন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
