Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বিচার বহির্ভূত হত্যা বন্ধের আহ্বান তিন লেখক সংগঠনের

Icon

সাংস্কৃতিক রিপোর্টার

প্রকাশ: ১১ জুন ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিচার বহির্ভূত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে তিন লেখক সংগঠন। বাংলাদেশ লেখক শিবির, বাংলাদেশ প্রগতিশীল লেখক সংঘ ও বাংলাদেশ লেখক ঐক্য সোমবার এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানায়। বিবৃতিতে লেখক শিবিরের পক্ষে এর সভাপতি হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী ইকবাল, প্রগতিশীল লেখক সংঘের পক্ষে সভাপতি গোলাম কিবরিয়া পিনু ও সাধারণ সম্পাদক শাখাওয়াৎ টিপু এবং লেখক ঐক্যের পক্ষে সভাপতি অধ্যাপক ফাহমিদুল হক ও সাধারণ সম্পাদক শওকত হোসেন স্বাক্ষর করেন।

যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, একদিকে মাদক সমস্যা দেশের প্রতিটি পরিবারকে চরম আতঙ্কের মধ্যে রেখেছে, অন্যদিকে সে সমস্যা সমাধানের নামে বিনাবিচারে মানুষ হত্যা সবাইকে আতঙ্কিত করে তুলেছে। দেশের মানুষ মাদক সমস্যার সমাধান চায়, কিন্তু সে সমাধানের নামে স্বাধীন দেশের জনগণের রক্তে আইনশৃঙ্খলা বাহিনীর হাত এভাবে রঞ্জিত হতে পারে না! ‘বাংলাদেশ’ একটি রাষ্ট্র, সে রাষ্ট্রে সরকার ও আইন-আদালত রয়েছে, সুতরাং কোনো অজুহাতেই আইনবহির্ভূত পন্থায় এ নির্মম হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না!

তারা আরও বলেন, একটি পরিবারের উপার্জনক্ষম মানুষটি যখন হঠাৎ এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন ওই পরিবারে কেবল মানসিক দুঃখের ছায়াই নেমে আসে না বরং পরিবারটি আর্থিকভাবে চরম অস্তিত্ব-সংকটের মধ্যে পড়ে। মাদক দূর করার নামে এভাবে অসংখ্য মানুষকে রাস্তার ভিক্ষুকে পরিণত করা হচ্ছে, অসংখ্য নারীকে স্বামীহারা করা হচ্ছে, অসংখ্য শিশুকে পিতৃহীন করা হচ্ছে। টেকনাফের পৌর কাউন্সিলর একরামের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তারপরও তাকে হত্যার যে অডিও রেকর্ড দেশের মানুষ শুনতে পেয়েছে, তাতে এ অভিযানের বিরুদ্ধে রীতিমতো সবাই ফুঁসে উঠেছে!

সংগঠন তিনটির পক্ষে এর নেতারা বিচার বহির্ভূত বর্বর এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ‘মানবতাবিরোধী এ জঘন্য হত্যাযজ্ঞ’ বন্ধ করার আহ্বান জানান। সেই সঙ্গে আইনি প্রক্রিয়ায় সমাজ থেকে মাদক নির্মূলেরও আহ্বান জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম