মোহাম্মদপুরে দম্পতির লাশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাড়ি থে?কে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী জানান, বাবর রোডের সাজেদ শাহরি নামের একটি ভবনের ৩ তলার এক রুমে দম্পতির লাশ দুটি পাওয়া যায়। এর মধ্যে স্বামী নোমানের লাশ ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল। পা ছিল মাটিতে লাগানো। অন্যদিকে স্ত্রী শামীমার লাশ বিছানায় চাদর দিয়ে মোড়ানো ছিল। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী নোমান আত্মহত্যা করেছেন। তাদের দুজনের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
