Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পাসপোর্টের নতুন ডিজি মেজর জেনারেল নূরুল আনোয়ার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পাসপোর্টের নতুন ডিজি মেজর জেনারেল নূরুল আনোয়ার

সামরিক বাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল নূরুল আনোয়ারকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। সূত্র জানায়, গত ৬ অক্টোবর সাবেক মহাপরিচালক আইয়ুব চৌধুরীকে সামরিক বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর থেকে পাসপোর্ট মহাপরিচালকের পদটি শূন্য ছিল। তবে দপ্তর প্রধানের অনুপস্থিতি অধিদপ্তরের দৈনন্দিন কাজ ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে অচলাবস্থা দেখা দেয়। নতুন মহাপরিচালক নিয়োগের মধ্য দিয়ে এর অবসান ঘটল।

প্রসঙ্গত, সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে পাসপোর্ট অধিদপ্তরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। এমনকি টিআইবি’র সাম্প্রতিক জরিপে পাসপোর্ট অধিদপ্তরকে দেশের অন্যতম শীর্ষ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসাবে চিহ্নিত করা হয়।

পাসপোর্ট ডিজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম