যুক্তরাজ্যের ভিসা আবেদন ফি দিতে হবে অনলাইনে

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বাংলাদেশি নাগরিকদের যুক্তরাজ্য ভিসা আবেদন ফি পুরোপুরিভাবে অনলাইনে জমা দিতে হবে। ২৮ নভেম্বর থেকে এ পদ্ধতি কার্যকর হবে। রোববার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়। যুক্তরাজ্যের ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদনকারীদের যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনকারীরা তাদের মনোনীত ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে পাসপোর্ট ও বায়োমেট্রিক তথ্য জমা করতে পারবেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, কাজ, পড়াশোনা ও ভ্রমণের জন্য যুক্তরাজ্য অনেকের কাছেই পছন্দের শীর্ষে। জুলাই, ২০২১ থেকে জুন, ২০২২-এ এক বছরে বাংলাদেশি নাগরিকদের জন্য ২৪ হাজার ৪০০-এর বেশি যুক্তরাজ্য ভিসা ইস্যু করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮৪ শতাংশ বেশি।