Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

‘গণপরিষদ আন্দোলন’ নামে এলো নতুন দল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গণপরিষদ নির্বাচন ও গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের দাবিতে ‘গণপরিষদ আন্দোলন’ নামে আরেকটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

সংগঠনের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেন, ‘দেশ স্বাধীন হয়েছে দুবার। একবার ১৯৪৭ সালে অপরটি ১৯৭১ সালে। দেশ স্বাধীন শুধু জাতির পিতা প্রতিষ্ঠা করার জন্য হয়নি। বর্তমান সংবিধানের সংস্কার প্রয়োজন। সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রের মালিক জনগণ। বাস্তবে মালিক আমরা নই। আমরা হচ্ছি প্রজা। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। জনগণের সেই অধিকারকে বুঝিয়ে দিতে আজকে গণপরিষদ আন্দোলনের আত্মপ্রকাশ।

অনুষ্ঠানে এই সংগঠনের ঘোষণাপত্রে ৩ দফা প্রস্তাব তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ক্ষমতাকাঠামো রদবদল করে ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতি’ অংশ বাস্তবায়নের লক্ষ্যে গণপরিষদ (সংবিধান সভার) নির্বাচন করা। গণপরিষদ (সংবিধান সভা) নির্বাচনের জন্য আন্দোলনকারী সব রাজনৈতিক দল, সংগঠনের সমন্বয়ে একটি অন্তর্বর্তী জাতীয় সরকার গঠন করা এবং অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন গণপরিষদ আন্দোলনের সমন্বয়কারী ম. হাবিবুর রহমান। তিনি বলেন, পঞ্চাশ বছরের অভিজ্ঞতা গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তাকে অনিবার্য করে তুলেছে। তিনি রাষ্ট্রের আইন, বিচার, শাসন বিভাগ ও নির্বাচন ব্যবস্থাসহ আরও কয়েকটি ক্ষেত্রে রদবদলের দরকার বলে মনে করেন।

গণপরিষদ আন্দোলনের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, আবদুল মোনেম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম