বন্দরে ৯ ইটভাটা মালিককে ৩২ লাখ টাকা জরিমানা
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের বন্দরের ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাটি ব্যবহারের প্রত্যয়ন না থাকা, ইটভাটার এক কিলোমিটারের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায়, ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নবায়ন না থাকায় এ জরিমানা করা হয়। সোমবার সকাল ১০টা থেকে অভিযান চলে বিকাল ৫টা পর্যন্ত। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক শেখ মুজাহিদ ও মো. মোবারক হোসেন এ সময় উপস্থিত ছিলেন। জরিমানা করা ইটভাটাগুলো হলো-বন্দরের মদনপুর ফুলহর এলাকার মেসার্স এএইচবি ব্রিকস, মুছাপুর ইউনিয়নের গোকুলদাসেরবাগ এলাকার মেসার্স এমবিএস ব্রিকস, শাসনেরবাগের মেসার্স হাজী অটো ব্রিক ফিল্ড, মেসার্স থ্রি স্টার ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, ফনকুল এলাকার নারায়ণগঞ্জ ব্রিকস অ্যান্ড ম্যানুফেকচারিং, শাসনেরবাগ এলাকার মেসার্স মামা ভাগিনা ব্রিক ফিল্ড, সরদার ব্রিক ফিল্ড ও মেসার্স মায়ের দোয়া ব্রিক।
