ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়ক
যত্রতত্র অবৈধ পার্কিং যানজটে দুর্ভোগ
রাজধানীর ডেমরায় ব্যস্ততম সড়কগুলোর যত্রতত্র যাত্রীবাহী বাস, সিএনজি, লেগুনাসহ বিভিন্ন যানবাহন পার্কিংয়ের পাশাপাশি ও যাত্রী ওঠানো-নামানো হচ্ছে। এতে প্রতিনিয়ত যানজটসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী, পথচারীরা ও এলাকার সাধারণ মানুষ। গত আড়াই বছর ধরে এই অবস্থা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ডেমরা-যাত্রাবাড়ী, ডেমরা-রামপুরা ও ডেমরা-সিমরাইল এই তিন সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ১০ লক্ষাধিক মানুষ চলাচল করে। এর মধ্যে আছেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গার্মেন্টকর্মী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এসব মানুষের সুষ্ঠু যাতায়াতের স্বার্থে শিগগিরই ডেমরায় বাসস্ট্যান্ডসহ যানবাহন পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা করার দাবি ভুক্তভোগীরাসহ পরিবহণ সংশ্লিষ্টদের।
সরেজমিন দেখা যায়, ডেমরা-যাত্রাবাড়ী সড়কের চৌরাস্তা থেকে ডিএনডি খালের পাশ দিয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কের একপাশ দখল করে থাকে যাত্রীবাহী বিভিন্ন কোম্পানির বাস। একইভাবে স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেটের পশ্চিম দিকেও যাত্রীবাহী বাস পার্কিং করে রাখা হয়। স্টপেজের দোহাই দিয়ে ডেমরা-রামপুরা সড়কের হাজী হোসেন প্লাজা মার্কেট সংলগ্ন পূর্ব পাশে বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো হয়। ওই সড়কের অপর পাশে হাজী গফুর মার্কেটের সামনে বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো হয়। সরেজমিন আরও দেখা যায়, ডেমরা-যাত্রাবাড়ী সড়কের স্টাফ কোয়ার্টার সংলগ্ন পাকা ব্রিজ ও ওভারপাসের নিচে দুই পাশেই অবৈধ দোকানপাট বসানো হয়েছে। আর ওইসব দোকান থেকে নিয়মিত টাকা পেয়ে থাকে কতিপয় ব্যক্তি। পাশাপাশি ডেমরা-রামপুরা সড়কের একপাশে পাশে অবৈধ দোকানপাটসহ অবৈধ স্থায়ী সিএনজি স্টেশন গড়ে তোলা হয়েছে। এসব দোকানপাট ও সিএনজি স্টেশন থেকেও চাঁদা তোলা হয়। এলাকাবাসীর অভিযোগ, ট্রাফিক ও ডেমরা থানা পুলিশ চাইলে যেকোনো সময় এই নৈরাজ্য বন্ধ করতে পারে। কিন্তু কোন যে তারা ব্যবস্থা নিচ্ছে না তা বোঝা মুশকিল। স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, যাতায়াত ও অন্যান্য সুযোগ সুবিধার কারণে ডেমরায় প্রতিনিয়ত মানুষ বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন। স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা এবং ডেমরা থেকে যাত্রাবাড়ী সড়কে শত শত যাত্রীবাহী যানবাহন চলাচল করছে। অথচ এসব যানবাহন পার্কিংয়ের পর্যাপ্ত সুব্যবস্থা এখানে গড়ে ওঠেনি। ডেমরা থেকে শহরের কয়েকটি রুটে চলা আসমানী, রাজধানী, আলিফ, অছিম ও স্বাধীন নামের প্রায় আড়াইশ যাত্রীবাহী বাস চলাচল করে। ডেমরা-যাত্রাবাড়ী সড়কে চলাচল করে আসিয়ান, রানীমহল পরিবহণ, গ্রিনবাংলা নামে বাসসহ লেগুনা ও বিভিন্ন যান। পাশাপাশি সায়দাবাদ ও শহরের বিভিন্ন এলাকা অসংখ্য যানবাহন ডেমরা দিয়ে চলাচল করে। এতে সড়কে বিশৃঙ্খলা লেগেই থাকে। এ বিষয়ে হাজী হোসেন প্লাজা মার্কেটের পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ডেমরা-রামপুরা, ডেমরা-যাত্রাবাড়ী সড়ক মানেই বিশৃঙ্খলা। অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত দুই সড়কে যানজটসহ বিশৃঙ্খলা লেগেই থাকে। এ বিষয়ে ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাহ উদ্দিন আহমেদ বলেন, ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়কের স্টাফ কোয়ার্টার এলাকায় বিশৃঙ্খলা এড়াতে আমরা সমন্বয়ভিত্তিক পরিকল্পনা হাতে নিয়েছি। তবে সড়ক উন্নয়ন কাজ অব্যাহত থাকায় এখনই পদক্ষেপ গ্রহণ করতে পারছি না। এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের
উপ-বিভাগীয় প্রকৌশলী এমদাদুল হক বলেন, ডেমরা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অবৈধ জায়গা শিগগির দখলমুক্ত করা হবে। ডেমরা-যাত্রাবাড়ী সড়কের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। তাই সড়কে যে যার মতো করে যানবাহন চালাচ্ছে। সড়কে পার্কিংয়ের বিষয়ে জানতে চাইলে ডেমরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফেরদৌস বলেন, আমরা সড়কের পাশে যানবাহন পাকির্ং করতে দেই না। কথা না শুনলে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমি সকালে ডেমরায় গেলে অবৈধ কোনো পার্কিং দেখিনা। তবে চলে আসার পর চালকরা পার্কিং করে থাকতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যত্রতত্র অবৈধ পার্কিং যানজটে দুর্ভোগ
ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়ক
মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, ডেমরা (ঢাকা)
২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজধানীর ডেমরায় ব্যস্ততম সড়কগুলোর যত্রতত্র যাত্রীবাহী বাস, সিএনজি, লেগুনাসহ বিভিন্ন যানবাহন পার্কিংয়ের পাশাপাশি ও যাত্রী ওঠানো-নামানো হচ্ছে। এতে প্রতিনিয়ত যানজটসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী, পথচারীরা ও এলাকার সাধারণ মানুষ। গত আড়াই বছর ধরে এই অবস্থা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ডেমরা-যাত্রাবাড়ী, ডেমরা-রামপুরা ও ডেমরা-সিমরাইল এই তিন সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ১০ লক্ষাধিক মানুষ চলাচল করে। এর মধ্যে আছেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গার্মেন্টকর্মী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এসব মানুষের সুষ্ঠু যাতায়াতের স্বার্থে শিগগিরই ডেমরায় বাসস্ট্যান্ডসহ যানবাহন পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা করার দাবি ভুক্তভোগীরাসহ পরিবহণ সংশ্লিষ্টদের।
সরেজমিন দেখা যায়, ডেমরা-যাত্রাবাড়ী সড়কের চৌরাস্তা থেকে ডিএনডি খালের পাশ দিয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কের একপাশ দখল করে থাকে যাত্রীবাহী বিভিন্ন কোম্পানির বাস। একইভাবে স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেটের পশ্চিম দিকেও যাত্রীবাহী বাস পার্কিং করে রাখা হয়। স্টপেজের দোহাই দিয়ে ডেমরা-রামপুরা সড়কের হাজী হোসেন প্লাজা মার্কেট সংলগ্ন পূর্ব পাশে বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো হয়। ওই সড়কের অপর পাশে হাজী গফুর মার্কেটের সামনে বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো হয়। সরেজমিন আরও দেখা যায়, ডেমরা-যাত্রাবাড়ী সড়কের স্টাফ কোয়ার্টার সংলগ্ন পাকা ব্রিজ ও ওভারপাসের নিচে দুই পাশেই অবৈধ দোকানপাট বসানো হয়েছে। আর ওইসব দোকান থেকে নিয়মিত টাকা পেয়ে থাকে কতিপয় ব্যক্তি। পাশাপাশি ডেমরা-রামপুরা সড়কের একপাশে পাশে অবৈধ দোকানপাটসহ অবৈধ স্থায়ী সিএনজি স্টেশন গড়ে তোলা হয়েছে। এসব দোকানপাট ও সিএনজি স্টেশন থেকেও চাঁদা তোলা হয়। এলাকাবাসীর অভিযোগ, ট্রাফিক ও ডেমরা থানা পুলিশ চাইলে যেকোনো সময় এই নৈরাজ্য বন্ধ করতে পারে। কিন্তু কোন যে তারা ব্যবস্থা নিচ্ছে না তা বোঝা মুশকিল। স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, যাতায়াত ও অন্যান্য সুযোগ সুবিধার কারণে ডেমরায় প্রতিনিয়ত মানুষ বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন। স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা এবং ডেমরা থেকে যাত্রাবাড়ী সড়কে শত শত যাত্রীবাহী যানবাহন চলাচল করছে। অথচ এসব যানবাহন পার্কিংয়ের পর্যাপ্ত সুব্যবস্থা এখানে গড়ে ওঠেনি। ডেমরা থেকে শহরের কয়েকটি রুটে চলা আসমানী, রাজধানী, আলিফ, অছিম ও স্বাধীন নামের প্রায় আড়াইশ যাত্রীবাহী বাস চলাচল করে। ডেমরা-যাত্রাবাড়ী সড়কে চলাচল করে আসিয়ান, রানীমহল পরিবহণ, গ্রিনবাংলা নামে বাসসহ লেগুনা ও বিভিন্ন যান। পাশাপাশি সায়দাবাদ ও শহরের বিভিন্ন এলাকা অসংখ্য যানবাহন ডেমরা দিয়ে চলাচল করে। এতে সড়কে বিশৃঙ্খলা লেগেই থাকে। এ বিষয়ে হাজী হোসেন প্লাজা মার্কেটের পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ডেমরা-রামপুরা, ডেমরা-যাত্রাবাড়ী সড়ক মানেই বিশৃঙ্খলা। অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত দুই সড়কে যানজটসহ বিশৃঙ্খলা লেগেই থাকে। এ বিষয়ে ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাহ উদ্দিন আহমেদ বলেন, ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়কের স্টাফ কোয়ার্টার এলাকায় বিশৃঙ্খলা এড়াতে আমরা সমন্বয়ভিত্তিক পরিকল্পনা হাতে নিয়েছি। তবে সড়ক উন্নয়ন কাজ অব্যাহত থাকায় এখনই পদক্ষেপ গ্রহণ করতে পারছি না। এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের
উপ-বিভাগীয় প্রকৌশলী এমদাদুল হক বলেন, ডেমরা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অবৈধ জায়গা শিগগির দখলমুক্ত করা হবে। ডেমরা-যাত্রাবাড়ী সড়কের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। তাই সড়কে যে যার মতো করে যানবাহন চালাচ্ছে। সড়কে পার্কিংয়ের বিষয়ে জানতে চাইলে ডেমরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফেরদৌস বলেন, আমরা সড়কের পাশে যানবাহন পাকির্ং করতে দেই না। কথা না শুনলে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমি সকালে ডেমরায় গেলে অবৈধ কোনো পার্কিং দেখিনা। তবে চলে আসার পর চালকরা পার্কিং করে থাকতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023