শ্রীনগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সত্যরঞ্জন দত্ত (৬৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের বড় ভাই। বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার জশুরগাঁও এলাকায় নিজ বাড়ির পাশ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সত্যরঞ্জন দত্ত এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে কুড়া-ভুসির ব্যবসা করতেন। প্রতিদিন সন্ধ্যায় তিনি বাড়িতে চলে যান। কিন্তু
বুধবার সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না যাওয়ায় তার স্বজনরা খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে তার লাশ পাওয়া যায়। তার বুকে ৩টি ও পিঠের ডান ও বাম পাশে ২টিসহ মোট ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হবে এবং আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
