Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Icon

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল্লাহ হোসেন সুহিন (১৫)। সুহিন মালয়েশিয়া প্রবাসী আব্দুস ছালামের একমাত্র সন্তান। সে স্থানীয় বরুন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৩ সালের একজন এসএসসি পরীক্ষার্থী। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের বরুন মুন্সিবাড়ির বিলে ঘটে। মৃতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে মুন্সিবাড়ির বিলে নিজের ডাঙ্গায় মাছ ধরার জন্য সুহিন বৈদ্যুতিক সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিয়ে ডাঙ্গা সেচের সময় ৪টার দিকে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় আব্দুল্লাহ সুহিন বিদ্যুতায়িত হয়। এসময় সহপাঠীরা আহত অবস্থায় সুহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম