টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় ভাণ্ডারের গুদামের আগুন ফায়ার সার্ভিসের তিন ইউনিটের চেষ্টায় আধাঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বেলা ১১টায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান। তিনি জানান, শনিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানার পেছনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লাগে। আগুনে গুদামে রাখা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
