টঙ্গীতে তিন ভুয়া র্যাব সদস্য গ্রেফতার
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টঙ্গীতে তিন ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে পূর্ব থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ওয়াকিটকি, হ্যান্ডকাপ, র্যাবের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। শুক্রবার রাতে মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো রেজাউল করিম ওরফে রেজা, সোহাগ ও শাহরিয়ার আবির। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে শনিবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে মাছিমপুর এলাকায় গ্রেফতার ওই তিন ভুয়া র্যাব সদস্য প্রতারণার প্রস্তুতিকালে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পূর্ব থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছে থেকে এক জোড়া হ্যান্ডকাপ, একটি ওয়াকিটকি, একটি র্যাবের ভুয়া আইডি কার্ড, একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, দুটি মোবাইল, একটি কম্পিউটার ও প্রিন্টার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে প্রতারণামূলকভাবে নিজেদের পরিচয় গোপন রেখে সরকারি প্রতীক ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
