উত্তরায় উদ্ধার মা ও ২ মেয়ে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে
উত্তরা পূর্ব (ঢাকা) প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাকার উত্তরায় ফ্লাট থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার মা শাফানা আফিফা শ্যামী এবং দুই মেয়ে আয়েশা উমামা ও ফাতেমা শামীমাকে মঙ্গলবার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে, মা আফিফার অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম।
উত্তরার ৪নং সেক্টরের ১৩ নম্বর রোডের ২৮ নম্বর বাড়ির ২য় তলার একটি ফ্ল্যাট থেকে স্বেচ্ছাবন্দি আফিফা ও তার দুই যমজ মেয়েকে রোববার ভোরে উদ্ধার করে পুলিশ। এরপর তাদের উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। তখন স্বজনরা জানিয়েছিলেন, আফিফা মানসিক সমস্যায় ভুগছেন। এছাড়া বন্দিদশায় থেকে দুই মেয়েও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
এই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, বিষয়টি খুবই মানবিক। আমরা খবর পাওয়ার পর তাদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে ফ্ল্যাট থেকে উদ্ধার করি। পুলিশ তাদের পাশে থেকে খোঁজখবর ও অন্যান্য সহযোগিতা করছে। তাদের চিকিৎসা শেষে সামর্থ্যবান ব্যক্তি ও প্রয়োজনে এনজিওর সঙ্গে যোগাযোগ করে ভালোভাবে জীবিকা নির্বাহের ব্যবস্থা করব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উত্তরায় উদ্ধার মা ও ২ মেয়ে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে
ঢাকার উত্তরায় ফ্লাট থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার মা শাফানা আফিফা শ্যামী এবং দুই মেয়ে আয়েশা উমামা ও ফাতেমা শামীমাকে মঙ্গলবার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে, মা আফিফার অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম।
উত্তরার ৪নং সেক্টরের ১৩ নম্বর রোডের ২৮ নম্বর বাড়ির ২য় তলার একটি ফ্ল্যাট থেকে স্বেচ্ছাবন্দি আফিফা ও তার দুই যমজ মেয়েকে রোববার ভোরে উদ্ধার করে পুলিশ। এরপর তাদের উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। তখন স্বজনরা জানিয়েছিলেন, আফিফা মানসিক সমস্যায় ভুগছেন। এছাড়া বন্দিদশায় থেকে দুই মেয়েও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
এই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, বিষয়টি খুবই মানবিক। আমরা খবর পাওয়ার পর তাদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে ফ্ল্যাট থেকে উদ্ধার করি। পুলিশ তাদের পাশে থেকে খোঁজখবর ও অন্যান্য সহযোগিতা করছে। তাদের চিকিৎসা শেষে সামর্থ্যবান ব্যক্তি ও প্রয়োজনে এনজিওর সঙ্গে যোগাযোগ করে ভালোভাবে জীবিকা নির্বাহের ব্যবস্থা করব।