সভাপতি নুর, সম্পাদক খোরশেদ
আইনজীবী সহকারী সমিতি
যুগান্তর প্রতিবেদন
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০২৩-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ নুর মিয়া এবং সাধারণ সম্পাদক পদে খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন। সোমবার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. ফরিদ আহম্মেদ এ ফলাফল ঘোষণা করেন। এর আগে ৪ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশের সব জেলা শাখা এবং আঞ্চলিক শাখার কাউন্সিলররা ভোট দেন। পরে ওইদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত ভোট গণনা চলে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আইনজীবী সহকারী সমিতি
সভাপতি নুর, সম্পাদক খোরশেদ
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০২৩-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ নুর মিয়া এবং সাধারণ সম্পাদক পদে খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন। সোমবার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. ফরিদ আহম্মেদ এ ফলাফল ঘোষণা করেন। এর আগে ৪ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশের সব জেলা শাখা এবং আঞ্চলিক শাখার কাউন্সিলররা ভোট দেন। পরে ওইদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত ভোট গণনা চলে।