Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আইনজীবী সহকারী সমিতি

সভাপতি নুর, সম্পাদক খোরশেদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০২৩-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ নুর মিয়া এবং সাধারণ সম্পাদক পদে খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন। সোমবার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. ফরিদ আহম্মেদ এ ফলাফল ঘোষণা করেন। এর আগে ৪ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশের সব জেলা শাখা এবং আঞ্চলিক শাখার কাউন্সিলররা ভোট দেন। পরে ওইদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত ভোট গণনা চলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম