Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাড্ডার সাঁতারকুল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা। তিনি বলেন, এক বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ওই নারী। শুক্রবার বিকালে তিনি বাসার সিঁড়ি মোছার কাজ করছিলেন। এ সময় পাশে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে তিনি স্পৃষ্ট হন। পাশে থাকা তার চার বছরের এক ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের নাম ঠিকানা ও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম