মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেফতার
jugantor
ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ডাকাতি
মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেফতার

  যুগান্তর প্রতিবেদন  

১৯ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

ডাচ্-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনার অন্যতম পরিকল্পনাকারী মানিপ্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের সাবেক গাড়িচালক সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সাভার হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে ডিএমপির গোয়েন্দা (ডিবি) শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি জানিয়েছেন।

ডিবি প্রধান বলেন, গোপন তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সোহেল রানাকে ৮৭ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ১২ জন গ্রেফতার হয়েছে। আর উদ্ধার হয়েছে ৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোয়াহ গাড়ি উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনার পরিকল্পনায় ছিলেন তিনজন। এদের একজন সোহেল রানা। যিনি একসময় ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী প্রতিষ্ঠান মানিপ্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের চালক হিসাবে কাজ করতেন।

ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ডাকাতি

মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেফতার

 যুগান্তর প্রতিবেদন 
১৯ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ডাচ্-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনার অন্যতম পরিকল্পনাকারী মানিপ্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের সাবেক গাড়িচালক সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সাভার হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে ডিএমপির গোয়েন্দা (ডিবি) শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি জানিয়েছেন।

ডিবি প্রধান বলেন, গোপন তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সোহেল রানাকে ৮৭ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ১২ জন গ্রেফতার হয়েছে। আর উদ্ধার হয়েছে ৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোয়াহ গাড়ি উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনার পরিকল্পনায় ছিলেন তিনজন। এদের একজন সোহেল রানা। যিনি একসময় ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী প্রতিষ্ঠান মানিপ্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের চালক হিসাবে কাজ করতেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন