‘মির্জা ফখরুল হয় শিশু না হয় পাগল’: নানক
যুগান্তর প্রতিবেদন
১৯ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘হয় শিশু না হয় পাগল’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, এক সময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, ‘এ দেশে শিশু ও পাগল ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়।’ এখন সেই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন মির্জা ফখরুল সাহেব। তিনি হয় শিশু না হয় পাগল।
শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর যুবলীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল কলের গান বাজাতে থাকেন যে বিএনপি প্রতিদিন সরকারের উৎখাত-পতন ঘটাবে এবং এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে সেই তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে।’
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ-সদস্য হাবিব হাসান প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘মির্জা ফখরুল হয় শিশু না হয় পাগল’: নানক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘হয় শিশু না হয় পাগল’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, এক সময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, ‘এ দেশে শিশু ও পাগল ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়।’ এখন সেই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন মির্জা ফখরুল সাহেব। তিনি হয় শিশু না হয় পাগল।
শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর যুবলীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল কলের গান বাজাতে থাকেন যে বিএনপি প্রতিদিন সরকারের উৎখাত-পতন ঘটাবে এবং এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে সেই তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে।’
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ-সদস্য হাবিব হাসান প্রমুখ।