রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত তিন
জমি নিয়ে বিরোধের জের
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। শনিবার সকালে এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, শুক্রবার বিকালে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিরা হলেন-সাওঘাট এলাকার রাকিব হোসেন রাজা ও শাকিব চৌধুরী। এ ব্যাপারে ভুক্তভোগী ইমরান নাজির মামলা করেছেন।
জানা যায়, একই এলাকার দোলোয়ার হোসেন ও ইমনের সঙ্গে বেশ কিছুদিন ইমরান নাজিরদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে ইমরানের বড় ভাই জাহাঙ্গীর আলম বাড়ির পাশে একটি জমিতে কাজ করছিলেন। এ সময় দোলোয়ার হোসেন, ইমন, বাবুল, তানজিল, আল-আমিন, রুবেল, রাকিব হোসেন রাজা, শাকিব চৌধুরী, রোমান, মনির দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গীর আলমকে জমিতে কাজ করতে বাধা দেয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন জাহাঙ্গীর আলমকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ইমরানের বড় বোন মাসুদা আক্তার ও ভাবি সুমি আক্তার তাকে বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় তারা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন চলে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জমি নিয়ে বিরোধের জের
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত তিন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। শনিবার সকালে এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, শুক্রবার বিকালে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিরা হলেন-সাওঘাট এলাকার রাকিব হোসেন রাজা ও শাকিব চৌধুরী। এ ব্যাপারে ভুক্তভোগী ইমরান নাজির মামলা করেছেন।
জানা যায়, একই এলাকার দোলোয়ার হোসেন ও ইমনের সঙ্গে বেশ কিছুদিন ইমরান নাজিরদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে ইমরানের বড় ভাই জাহাঙ্গীর আলম বাড়ির পাশে একটি জমিতে কাজ করছিলেন। এ সময় দোলোয়ার হোসেন, ইমন, বাবুল, তানজিল, আল-আমিন, রুবেল, রাকিব হোসেন রাজা, শাকিব চৌধুরী, রোমান, মনির দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গীর আলমকে জমিতে কাজ করতে বাধা দেয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন জাহাঙ্গীর আলমকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ইমরানের বড় বোন মাসুদা আক্তার ও ভাবি সুমি আক্তার তাকে বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় তারা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন চলে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।