বঙ্গবন্ধুর বাবার ব্যবহৃত টেবিল সুপ্রিমকোর্ট মিউজিয়ামে
যুগান্তর প্রতিবেদন
১৯ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের ব্যবহৃত টেবিল সুপ্রিমকোর্টের মিউজিয়ামে রাখা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা চৌকি আদালত থেকে গত সপ্তাহে এ টেবিলটি সুপ্রিমকোর্টে নিয়ে আসা হয়। সোমবার সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মসিয়ার রহমান ভাঙ্গা চৌকি আদালতের কর্তৃপক্ষের কাছ থেকে শেখ লুৎফর রহমানের ব্যবহৃত টেবিলটি গ্রহণ করেন। ওই দিন টেবিলটি সুপ্রিমকোর্টের মিউজিয়ামে রাখা হয়। শনিবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমান ব্রিটিশ আমলে বৃহত্তর ফরিদপুরের গোপালগঞ্জ দেওয়ানী আদালতের কর্মকর্তা (সেরেস্তাদার) ছিলেন। তিনি ১৯৭৫ সালের ৩০ মার্চ মারা যান। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সারা দেশে অধস্তন আদালতে ও জেলা আইনজীবী সমিতিতে সংরক্ষিত আদালত সম্পর্কিত মূল্যবান সামগ্রী ও ঐতিহাসিক দলিলপত্র সুপ্রিমকোর্টের জাদুঘরে সংরক্ষণের সার্কুলার জারি করা হয়।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মসিয়ার রহমান স্বাক্ষরিত ওই সার্কুলারে দেশের প্রত্যেক জেলার অধস্তন আদালতে ও জেলা আইনজীবী সমিতিতে সংরক্ষিত বা গোচরীভূত আদালতে ব্যবহৃত হয়েছে এমন পুরাতন মূল্যবান সামগ্রী ও ঐতিহাসিক দলিলপত্র সুপ্রিমকোর্টের জাদুঘরে সংরক্ষণের উদ্দেশ্যে পাঠানোর জন্য সব জেলা ও দায়রা জজকে নির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বঙ্গবন্ধুর বাবার ব্যবহৃত টেবিল সুপ্রিমকোর্ট মিউজিয়ামে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের ব্যবহৃত টেবিল সুপ্রিমকোর্টের মিউজিয়ামে রাখা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা চৌকি আদালত থেকে গত সপ্তাহে এ টেবিলটি সুপ্রিমকোর্টে নিয়ে আসা হয়। সোমবার সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মসিয়ার রহমান ভাঙ্গা চৌকি আদালতের কর্তৃপক্ষের কাছ থেকে শেখ লুৎফর রহমানের ব্যবহৃত টেবিলটি গ্রহণ করেন। ওই দিন টেবিলটি সুপ্রিমকোর্টের মিউজিয়ামে রাখা হয়। শনিবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমান ব্রিটিশ আমলে বৃহত্তর ফরিদপুরের গোপালগঞ্জ দেওয়ানী আদালতের কর্মকর্তা (সেরেস্তাদার) ছিলেন। তিনি ১৯৭৫ সালের ৩০ মার্চ মারা যান। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সারা দেশে অধস্তন আদালতে ও জেলা আইনজীবী সমিতিতে সংরক্ষিত আদালত সম্পর্কিত মূল্যবান সামগ্রী ও ঐতিহাসিক দলিলপত্র সুপ্রিমকোর্টের জাদুঘরে সংরক্ষণের সার্কুলার জারি করা হয়।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মসিয়ার রহমান স্বাক্ষরিত ওই সার্কুলারে দেশের প্রত্যেক জেলার অধস্তন আদালতে ও জেলা আইনজীবী সমিতিতে সংরক্ষিত বা গোচরীভূত আদালতে ব্যবহৃত হয়েছে এমন পুরাতন মূল্যবান সামগ্রী ও ঐতিহাসিক দলিলপত্র সুপ্রিমকোর্টের জাদুঘরে সংরক্ষণের উদ্দেশ্যে পাঠানোর জন্য সব জেলা ও দায়রা জজকে নির্দেশনা দেওয়া হয়।