এ দেশে থেকে পাকিস্তানের গুণকীর্তন চলবে না: কাদের সিদ্দিকী
jugantor
এ দেশে থেকে পাকিস্তানের গুণকীর্তন চলবে না: কাদের সিদ্দিকী

  নারায়ণগঞ্জ প্রতিনিধি  

১৯ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, বাংলাদেশে বসবাস করে এই দেশে রাজনীতি করে পাকিস্তানের গুণকীর্তন করবেন-এটা হতে পারে না। যারা এই দেশের আলো বাতাসে বেড়ে উঠে বলেন বাংলাদেশ থেকে পাকিস্তানই ভালো ছিল, তারা ভালো করে শুনে রাখুন, আমরা বেঁচে থাকতে এ দেশকে পাকিস্তান বানাতে পারবেন না। নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে শনিবার সন্ধ্যায় কৃষক শ্রমিক জনতা লীগের কর্মিসভায় এসব কথা বলেন তিনি।

দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে কর্মিসভায় প্রধান বক্তা ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক)। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিম কদের সিদ্দিকী ও নারায়ণগঞ্জ জেলার নেতারা।

এ দেশে থেকে পাকিস্তানের গুণকীর্তন চলবে না: কাদের সিদ্দিকী

 নারায়ণগঞ্জ প্রতিনিধি 
১৯ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, বাংলাদেশে বসবাস করে এই দেশে রাজনীতি করে পাকিস্তানের গুণকীর্তন করবেন-এটা হতে পারে না। যারা এই দেশের আলো বাতাসে বেড়ে উঠে বলেন বাংলাদেশ থেকে পাকিস্তানই ভালো ছিল, তারা ভালো করে শুনে রাখুন, আমরা বেঁচে থাকতে এ দেশকে পাকিস্তান বানাতে পারবেন না। নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে শনিবার সন্ধ্যায় কৃষক শ্রমিক জনতা লীগের কর্মিসভায় এসব কথা বলেন তিনি।

দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে কর্মিসভায় প্রধান বক্তা ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক)। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিম কদের সিদ্দিকী ও নারায়ণগঞ্জ জেলার নেতারা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন