ডুসাকের নবীন বরণ ও পুনর্মিলনী
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব কেরানীগঞ্জের (ডুসাক) নবীন বরণ ও পুনর্মিলনী-২০২৩ শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ডুসাকের সভাপতি উম্মে হাবিবা ইকবালের সভাপতিত্বে ও সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিচার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সদস্য আব্দুল হান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আলী হোসেন, বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আ.লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের সহকারী অধ্যাপক শাহ আনম প্রমুখ।
