টঙ্গীতে ভবন থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টঙ্গীতে আটতলা ভবন থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী ভরান এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক তাপস কুমার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। মৃতের নাম কামরুন নাহার(৪১)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ছোট হরণ গ্রামের মৃত হাজী আব্দুল গনি মিয়ার মেয়ে। কামরুন নাহার টঙ্গীর ভরান এলাকায় স্বামী নাজিমুদ্দিনের সঙ্গে বাস করতেন। এ ঘটনায় পুলিশ স্বামী নাজিমুদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, টঙ্গীর ভরান এলাকার জাহাঙ্গীরের আটতলা ভবনের চিলেকোঠায় পরিবারের সঙ্গে বাস করতেন কামরুন নাহার। শনিবার দিবাগত রাতে ওই ভবনটি থেকে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় যুবক তানভীর বলেন, ভবন মালিক জাহাঙ্গীর মৃত কামরুন নাহারের বড় ভাই। জাহাঙ্গীর প্রবাসে থাকায় কামরুন নাহার ওই বাড়িটি দেখভাল করতেন। আটতলার চিলেকোঠার বারান্দায় কোন রেলিং নেই। রাতে মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে যাই। টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক বলেন, কামরুন নাহারের স্বামীকে থানা এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
