Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ঘাটাইলে নির্মূল কমিটির সমাবেশে কাজী মুকুল

সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করে জাতিকে নিরাপদ করতে হবে

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেছেন, সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করে জাতিকে নিরাপদ করতে হবে। তিনি রোববার বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঘাটাইলে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় আনেহলা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ও শিশুদের নিয়ে এ সমাবেশের আয়োজন করেছে। নির্মূল কমিটির আনেহলা ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্মূল কমিটির কেন্দ্রীয় আইটি সেলের সভাপতি শহিদ সন্তান আসিফ মুনীর তন্ময়, ঘাটাইল উপজেলার সভাপতি অধ্যাপক শামসুর রহমান মণি, পাকুটিয়া পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ অধ্যাপিকা জীবুননিছা, সদ্য সাবেক কমান্ডার ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্মূল কমিটির আনেহলা ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনর রশীদ।

অনুষ্ঠানে নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতারা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭০ জন শিশুকে মুক্তিযুদ্ধবিষয়ক বই ও ছবি আঁকার সরঞ্জাম এবং দুই বিভাগে বিজয়ী ছয়জন ছাত্রছাত্রীকে বই উপহার দেন। উপহার ও পুরস্কার প্রদানের পর উপস্থিত শিশুদের জলখাবার পরিবেশন করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে নির্মূল কমিটির শীর্ষ নেতা কাজী মুকুল বলেন, দেশের এই প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় মুক্তিযোদ্ধা ও তরুণরা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শাখা এবং মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতি পাঠাগার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বলেন, ১৭ মার্চ আমরা ঢাকার নবাবগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে নারী মুক্তিযোদ্ধা মাধুরী বণিককে নাগরিক সংবর্ধনা প্রদান করেছি, যিনি তার এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের গাছতলায় বসে শিক্ষাদানের পাশাপাশি গ্রামে মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতি পাঠাগার স্থাপন করেছেন। এ ধরনের উদ্যোগকে আমরা সব সময় উৎসাহিত করার পাশাপাশি সহযোগিতাও করব। সংবাদ বিজ্ঞপ্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম