Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

প্রত্যেক জেলায় মা ও শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্য খাত এগিয়ে চলছে। মাতৃ ও শিশু মৃত্যু রোধে বিশ্বের কাছে প্রশংসিত হচ্ছে। আগামীতে এই সেবাকে আরও জোরদার করতে প্রতিটি জেলায় ৩০ থেকে ৫০ শয্যার হাসপাতাল করা হবে। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ পোলিও ও টিটেনাস থেকে মুক্ত হয়েছে। ইপিআইয়ের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কারণে এটি সম্ভব হয়েছে। শিশুদের জন্য আলাদা হাসপাতাল করেছি, বড় হাসপাতালগুলোতে আলাদা শিশু কর্নার করে দিয়েছি। অটিস্টিক শিশুদের জন্য আলাদা স্কুলের ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা শিক্ষা ও অধিকার পায়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেন, শিশুরা যদি পুষ্টি নিয়ে বেড়ে উঠতে না পারে জাতি গঠনে সেটি বড় হুমকি হিসাবে দেখা দিতে পারে। তাই পুষ্টির আওতায় নিয়ে আসতে উপজেলা পর্যায়ে সেবা নিশ্চিত করতে শিশু সেন্টার চালু করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম