শ্রীনগর কোলাপাড়া বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শ্রীনগর উপজেলা কোলাপাড়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন আ.লীগ ঢাকা মহানগর দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শেখ আজাহার। বিকালে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন। প্রধান শিক্ষক আব্দুল বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন, অভিভাবক সদস্য আতাহার হোসেন, স্বাধীন, নিতুল হোসেন প্রমুখ।
