Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গাছায় নারী ফতুল্লায় পাগলের লাশ উদ্ধার

Icon

গাছা (গাজীপুর) ও ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগরীর গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকায় মঙ্গলবার বিকালে আনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের পূর্ব কলমেশ্বর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে একই ওয়ার্ডের ছিটপাড়া আল-বারাকা স্কুলের পাশে স্থানীয় জয়নাল আবেদীনের বাড়ির গলিতে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পুকুর থেকে নুর আলম সিদ্দিকি ওরফে নুরা পাগলা নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ফতুল্লার উত্তর দেলপাড়া এলাকা থেকে

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত নুর আলম সিদ্দিকি ওরফে নুরা পাগলা (৭০) ফতুল্লার ৭২/২ উত্তর চাষাঢ়া এলাকার জনাব আলী ব্যাপারীর ছেলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম