ছাত্রলীগ নেতাকে হাতুড়িপেটা
কালিয়াকৈরে কিশোর গ্যাংলিডার গ্রেফতার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় ছাত্রলীগ নেতাকে হাতুড়িপেটার ঘটনায় পুলিশ শনিবার রাতে ফয়সাল হোসেন (২৩) নামে এক কিশোর গ্যাংলিডারকে গ্রেফতার করেছে। ফয়সাল ঢাকা জেলার আশুলিয়া থানার বাড়ইপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
২৩ মার্চ সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান তুহিন ও যুবলীগের আরিফ মুন্সি একটি প্রাইভেটকারে ওই হিজলহাটি এলাকার পলমল নামক একটি পোশাক তৈরির কারখানার পরিত্যক্ত মালামালের (ডিও) টাকা পরিশোধ করতে যান। পথিমধ্যে হিজলহাটি সাউদার্ন নামক আরেকটি কারখানার সামনে আশুলিয়া থানা শিমুলিয়া ইউপি যুবলীগের সাবেক সম্পাদক সুমন মৃধা ও কিশোর গ্যাংলিডার ফয়সাল হোসেনসহ ১০-১২ জন তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকে। এ সময় নাজমুল দৌড়ে একটি দোকানে আশ্রয় নিলে সেখানে ফয়সাল গিয়ে হাতুড়িপেটা করে। এ সময় নাজমুলের প্রাইভেটকার থেকে নগদ ২৩ লাখ ২৪ হাজার টাকা লুট করে। ওই ঘটনায় ওই নেতার বাবা আবুল কালাম আজাদ পরদিন কালিয়াকৈর থানায় মামলা করেন। মামলায় সুমন মৃধা, মামুন মন্ডল, আজাদ কামাল সোহান, কাউছার আলী, সাহেদ, রাজবল্লব, জিহান ও ফয়সাল হোসেনকে আসামি করা হয়। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, নাজমুল হাসান তুহিনকে হাতুড়িপেটার ঘটনায় ফয়সাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
